Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

গনপ্রজান্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

ফটিকছড়ি, চট্টগ্রাম

একনজরের কার্যক্রমসমূহ

১। ভিডব্লিউবি  ২০২৩-২০২৪ চক্রের ১৭৪৭ জন ভাতাভোগীকে প্রতি মাসে ৩০ কেজি হারে পুষ্টি চাল বিতরণ করা হয়। জানুয়ারি ২০২৩ হতে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত ২৪ মাস ব্যাপী উপকারভোগী মহিলাগণ এই সহায়তা পাবেন।

২। মা ও শিশু সহায়তা কর্মসূচী  ২০২৩-২০২৪ অর্থ বছরের অত্র উপজেলায় প্রতি ইউনিয়নে  মাসে ৬ জন হারে ১৮ টি ইউনিয়ন ও ২টি পৌরসভায়  সর্বমোট ১৬০৮ জন দরিদ্র অসহায় মা মাসে ৮০০/- টাকা হারে এই ভাতার অর্থ নিজস্ব ব্যাংক হিসাবের মাধ্যমে বিতরণ করা হয়।একজন ভাতাভোগী ৩৬ মাস এই ভাতার অর্থ ৩৬ মাস পর্যন্ত পাবেন।

৩। কিশোর-কিশোরী ক্লাব স্থাপনঃ মহিলা বিষয় অধিদপ্তর প্রতিটি ইউনিয়নে 01টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 01টি করে “কিশোর-কিশোরী ক্লাব ”স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ক্লাবের উদ্দেশ্য হলো সমাজের বিভিন্ন স্তরের প্রান্তিক কিশোর-কিশোরীদের জেন্ডার বেইজড ভায়োলেন্স প্রতিরোধে সক্ষম করা, সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ এন্ড রাইটস (SRHR) বিষয়ে সচেতনা বৃদ্ধি এবং নারীদের আয়বর্ধক বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আত্ননির্ভরশীল ও দক্ষ মানব সম্পদে রুপান্তর করা । ক্লাব পরিচালনার জন্য প্রত্যেকটি ক্লাবে 10 থেকে 18 বছর বয়সের 20(বিশ) জন কিশোরী এবং 10(দশ) জন কিশোর সর্বমোট 30 জন ক্লাব সদস্য নামের তালিকা অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে । তালিকা অনুমোদন পাওয়া মাত্রই ক্লাবের কাযক্রম গ্রহণ করা হবে।

 

অন্যান্য দাপ্তরিক সকল কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

ফটিকছড়ি, চট্টগ্রাম।

01623036734